বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সূর্য ও মোহাতাসিম ফাইম নামে দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। নিহত দুই পরিবারের মাঝে নগদ দুই লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের পক্ষে নিহত সূর্যের মায়ের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম।
এর আগে, বিকেলে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিহত মোহাতাসিম ফাইমের বাবার হাতে তিনি নগদ অর্থ তুলে দেন।
এ সময় জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশব্যাপী আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার পক্ষ থেকে আজ নিহত সূর্য ও ফাইমের পরিবারে এসেছি। আমরা এই দুই পরিবারের পাশে আছি ইনশাআল্লাহ্।